এনডিডি ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে এনডিডি সুরক্ষা ট্রাস্টের আওতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এর সাথে সমন্বয়পূর্বক একটি স্বাস্থ্য বীমা পরিকল্প প্রণয়ন করা হয়েছে। বীমা পরিকল্পটি বাস্তবায়নের জন সাধারণ বীমা কর্পোরেশন ও এনডিডি সুরক্ষা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ০১ মার্চ ২০২২ খ্রি: তারিখ জাতীয় বীমা দিবসে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধান মন্ত্রী উদ্বোধন করেন।
বীমাটি বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পের শর্তালোকে একাধিক পত্রিকায় বিজ্ঞপ্তি জারী করে আবেদন পত্র সংগ্রহ করে সাক্ষাৎকাররের মাধ্যমে এজেন্ট নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্বাচিত এজেন্টগণকে সুচারুভাবে কাজ করার লক্ষ্যে ট্রাস্ট হতে গত ১৮/০৪/২০২২ খ্রিঃ তারিখে এক দিনের ওরিয়েন্টেশন কোর্স করানো হয়েছে। এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের বীমার আওতায় আনার লক্ষ্যে এজেন্টদের মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচিত এজেন্টগণের তালিকা
(জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
মো: এরফানুল হক ভূঞা NID: 5082530741 মোবাইল: 01726203385 ইমেইল: arfan.nmepdghs@gmail.com
|
|
শাকিল আজাদ মনন NID: 19789196205153185 মোবাইল: 01733800412 ইমেইল: odirbd@@gmail.com |
|
মো: জাকির হোসেন NID: 2359999519 মোবাইল: 01712560276 ইমেইল: zakirhossainpresss@@gmail.com |
|
কাজী নুর মো: নাইয়ারে আজম NID: 8698886739 মোবাইল: 01819131219 ইমেইল: azam.kazi@yahoo.com |
|
বিশ্বজিৎ ভট্টাচার্য NID: 6867175116 মোবাইল: 01736607746 ইমেইল: biswajitbhatta798@gmail.com |
|
কায়সার মাহমুদ সোহেল NID: 8679386253 মোবাইল: 01713814592 ইমেইল: kmkaisarsuhel@gmail.com |
|
শেখ মোহাম্মদ এনামুল হক NID: 3313460735291 মোবাইল: 01915370986 ইমেইল: anamulhlod0@gmail.com |
|
বিপ্লব কুমার দত্ত NID: 5953099180 মোবাইল: 01716195807 ইমেইল: biplobswep@yahoo.com |
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’র আওতা ও সুবিধাসমূহঃ
সেকশন |
সাব-সেকশন |
বর্ণনা |
শ্রেণিভিত্তিক ব্যয় সীমা |
মোট সীমা |
|
১ |
হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয়সীমা |
৭০,০০০/- |
|||
|
এ |
কনজেনিটাল ডিজএবিলিটিসহ প্রতিবন্ধী নিরসন সার্জারী |
৪৫,০০০/- |
|
|
|
বি |
নন-সার্জিকেল হাসপাতালে ভর্তি |
১২,৫০০/- |
|
|
|
সি |
প্রতিবন্ধীদের অক্ষমতার মাত্রা বৃদ্ধি প্রতিরোধে কোন সার্জারির ক্ষেত্রে |
১২,৫০০/- |
|
|
২ |
বর্হিঃবিভাগ ডিপার্টমেন্টে চিকিৎসায় সর্বমোট সীমা। |
১৪,০০০/- |
|||
|
এ |
ঔষধ, প্যাথলজি ও রোগনির্ণয় পরিক্ষাসহ OPD চিকিৎসার জন্য |
৭,৫০০/- |
|
|
|
বি |
অনিরাময়ী অক্ষমতার জন্য নিয়মিত ডাক্তারী চেক-আপ |
৩,৫০০/- |
|
|
|
সি |
দন্তরোগ প্রতিরোধক চিকিৎসায় |
৩,০০০/- |
|
|
৩ |
|
অক্ষমতার মাত্রা হ্রাসকরণের চলমান থেরাপি এবং অক্ষমতাজনিত জটিলতা |
|
১০,০০০/- |
|
৪ |
বিকল্প ঔষধ |
|
|
৫,০০০/- |
|
৫ |
যানবাহন খরচ |
|
|
১,০০০/- |
|
|
প্রত্যেক বীমাকৃত ব্যক্তির (নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী) জন্য বীমা ঝুঁকি |
১,০০,০০০/- |
যোগ্যতার মানদন্ড:
নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৪ ধরনের নিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিগণই এই বীমা সুবিধা পাবে; অটিজম, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী ও সেরেব্রাল পালসি।
যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অন্তত ০১ (এক)টি প্রতিবন্ধিতা বৈশিষ্ট্যসম্পন্ন বৈধ প্রতিবন্ধী সার্টিফকেট ধারীগণই এই স্বাস্থ্য বীমা পলিসির আওতাভুক্ত হবেন।
প্রয়োজনীয় দলিলাদি:
· নির্ধারিত বীমা প্রস্তাবপত্র যতাযথভাবে পূরণ করতে হবে;
· বীমাবৃত ব্যক্তির পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও জাতীয় পরিচয় পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি;
· যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধী সার্টিফকেট এর সত্যায়িত কপি;
· স্থায়ী ঠিকানার প্রমানপত্র (নাগরিকত্ব সনদ);
· স্থানীয় জনপ্রতিনিধি (চেয়ারম্যান/কমিশনার/সংশ্লিষ্ট প্রতিষ্ঠান) কর্তৃক প্রদত্ত বাৎসরিক আয়ের সনদ;
· যাদের টিআইএন আছে তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আয়কর সনদ।
প্রিমিয়াম হারঃ
ওনুমোদিত বীমা পরিকল্প অনুযায়ী এনডিডি সুরক্ষা ট্রাস্ট বীমাকৃত ব্যক্তি/বীমাকৃত ব্যক্তির অভিভাবক হতে অগ্রিম বার্ষিক প্রিমিয়াম গ্রহণ করবে। তারপর এনডিডি সুরক্ষা ট্রাস্ট কর্তৃক সংগৃহীত বার্ষিক প্রিমিয়াম একত্র করে বীমাকৃত/ উপকারভোগীর পক্ষে সাধারণ বীমা কর্পোরেশন বরাবর জমা প্রদান করবে। বাৎসরিক প্রিমিয়াম হার ৬০০/- টাকা। এই প্রিমিয়াম পরিশোধের ক্ষেত্রে আয়ের ভিত্তি নিম্নরূপ:
নবায়ন পদ্ধতিঃ