Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০২১

অটিজম শণাক্তকরণ ও নির্ণয়

 

 অটিজম শনাক্ত ও নির্ণয়:

 অটিজম বিষয়ে সচেতনতা আছে, এমন যে কেউ অটিজম শনাক্তে ভূমিকা রাখতে পারেন, যেমন:

১। চিকিৎসক

২। স্বাস্থ্যসেবা খাতে কর্মরত নার্স, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ইত্যাদি।

৩। শিক্ষক

৪। পিতা-মাতা, সমাজসেবক ইত্যাদি

 



 

 তবে, অটিজম নির্ণয় করার জন্য প্রয়োজন বিশেষায়িত প্রশিক্ষণ। এজন্য অটিজম নির্ণয় করবেন:

১। বিশেষজ্ঞ চিকিৎসক (মনোরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ইত্যাদি)

২। অটিজম বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যেকোন চিকিৎসক

 

 অটিজম নির্ণয়:

     অটিজম নির্ণয়ের জন্য বিষদ ইতিহাস গ্রহণ, লক্ষণ পর্যালোচনা, শিশুকে পর্যবেক্ষণ ও শারীরিক পরীক্ষা করা প্রয়োজন। অটিজম নির্ণয়ের জন্য এম-চ্যাট, এডোস ইত্যাদি পরিমাপক ব্যবহার করা হয়। অটিজম নির্ণয়ের জন্য কোন দামী পরীক্ষা-নিরীক্ষার দরকার পরে না।