Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ নভেম্বর ২০২১

বাস্তবায়িত বিশেষ কার্যক্রম সমূহ

আইন প্রণয়ন:

      দেশের অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন একটি ট্রাস্ট স্থাপনের উদ্দেশ্যে সরকার ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ প্রণয়ন করে। এ আইনের আওতায় নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) যথা অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি ও বুদ্ধি প্রতিবন্ধী এ চার ধরনের ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ট্রাস্ট কাজ করে যাচ্ছে।

 



বিধি প্রণয়ন:

     ট্রাস্টের কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট বিধিমালা, ২০১৫ নামে বিধিমালা প্রণয়ন করা হয়েছে। উক্ত বিধিমালা অনুযায়ী নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 



 

সাংগঠনিক কাঠামো:

     এনডিডি সুরক্ষা ট্রাস্টের কার্যক্রম পরিচালনার জন্য ১টি সাংগঠনিক কাঠামো প্রণয়ন করা হয়েছে। ১৯ জনবলের সাংগঠনিক কাঠামো সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

 



 

জেলা কমিটি গঠন ও কার্যকর করণ:

     নিউরো-ডেভেরপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ অনুযায়ী জেলা প্রশাসককে সভাপতি ও উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট এনডিডি সুরক্ষা ট্রাস্ট বিষয়ক জেলা কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির মাধ্যমে এনডিডি সুরক্ষা ট্রাস্টের জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

 



 

প্রতিটি জেলা হাসপাতালে ওয়ানস্টপ স্বাস্থ্য সেবা প্রদান:

     দেশের সকল হাসপাতালসমূহে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের ওয়ান স্টপ স্বাস্থ্যসেবা প্রাপ্তির লক্ষ্যে সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক/ তত্ত্বাবধায়ককে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট একটি ওয়ানস্টপ স্বাস্থ্যসেবা প্রদান কমিটি গঠন করা হয়েছে। মানসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে এ প্রতিষ্ঠানগু্লোকে শক্তিশালীকরণ ও জবাবদিহিতা বাড়াতে দক্ষতা বৃদ্ধি এবং পেশাদার প্রশিক্ষণ সহায়তা প্রদান করা হচ্ছে।

 



 

 'প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, ২০১৯’ - প্রণয়ন:

     নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের তত্ত্বাবধানে এনডিডি শিক্ষার্থীদের জীবন দক্ষতা উন্নয়নের পাশাপাশি নমনীয়ভাবে মূলধারার শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও সমন্বিতভাবে উপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯’ প্রণয়ন করেছে। ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯’ অনুযায়ী দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল স্থাপনের পরিকল্পনা আছে। এ নীতিমালার আলোকে এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা বিদ্যালয় ও এনডিডি ব্যতিত অন্যান্য প্রতিবন্ধীদের জন্য আলাদা বিদ্যালয় পরিচালিত হবে। নীতিমালার সকল বিধিবিধান অনুসরণপূর্বক পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী স্কুল স্থাপন বা অনুমোদন প্রদান করা হবে।

 



 

এনডিডি ব্যক্তিদের পুর্নবাসন র্কাযক্রম:

     এনডিডি ব্যক্তিদের পূণর্বাসনের জন্য বগুড়া ও ব্রাহ্মণবাড়য়িা জেলায় সমাজসেবা অধিদফতরাধীন সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ২টিতে অস্থায়ী ভিত্তিতে ৫০ জন পুরুষ ও ৫০ জন মহিলা এনডিডি ব্যক্তিকে পূর্ণবাসন করা হব। সে লক্ষে কেন্দ্র দুটিতে এনডিডি সুরক্ষা ট্রাস্ট র্কতৃক ১২জন পুরুষ ও ১২জন মহিলা কেয়ারগিভার নির্বাচন করে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। র্অথ মন্ত্রণালয়রে অনুমোদনরে জন্য প্রেরণ করা হয়েছে। র্অথ মন্ত্রণালয়রে অনুমোদন সাপেক্ষে কেয়ার কিভার নিয়োগ করে কেন্দ্র দুটি চালু করা হবে।

 



 

 কেয়ারগিভার স্কিল ট্রেনিং (CST) কার্যক্রম:

     অটিজম ও এনডিডি শিশুর পিতা-মাতা/ অভিভাবকগণকে শিশুদের যত্ন ও পরিচর্যা, স্বাস্থ্য, শিক্ষাসহ অধিকার সম্পর্কে সচেতন করার  লক্ষ্যে বিশ্ব স্বাস্হ্য সংস্হার (WHO)  কারিগরী সহযোগিতায় এনডিডি সুরক্ষা ট্রাস্ট কর্তৃক কেয়ার গিভার স্কিল ট্রেনিং (CST) প্রোগ্রাম নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  WHO এর নির্দেশনা অনুযায়ী মডিউলটি প্রথমে ইংরেজিতে Adaptation করা হয়। Adapt কৃত ৪৯৩ পৃষ্ঠার মডিউলটি  বাংলায় অনুবাদ এবং মডিউলের ছবিসমূহ বাংলাদেশের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রতিস্থাপন করে WHO এর অনুমোদন গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের ফলে এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির জীবনব্যাপী যত্ন-পরিচর্যা ও তাদের সার্বিক বিকাশ লাভের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ারগিভার তৈরী করা হবে। 

 



 

এনডিডি ব্যক্তিদের জন্য বীমাকরণ:

     দেশের অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকি হ্রাসকল্পে তাদেরকে স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে প্রেক্ষিতে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ ও এনডিডি সুরক্ষা ট্রাস্ট কর্তৃক একটি টেকনিক্যাল কমিটির মাধ্যমে বীমা পরিকল্প প্রণয়ন করা হয়েছে। বীমা পরিকল্প অনুযায়ী পলিসি প্রণয়নের কার্যক্রম চলমান।

 



 

 Behavior Change Communication (BCC) Materials প্রণয়ন

     অটিজম ও এনডিডি ব্যক্তিদের সম্বন্ধে সম্যক ধারণা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের যেমন- মাননীয় সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষক ও ধর্মীয় নেতাদের জন্য Behavior Change Communication (BCC) Materials তৈরী করা হয়। (BCC) Materials প্রণয়নে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও স্টেক হোল্ডারদের সমন্বয়ে  কর্মশালার মাধ্যমে মতামত গ্রহণ করে তা চুড়ান্ত করা হয়। উক্ত (BCC) Materials প্রণয়নের ফলে অটিজম ও এনডিডি সম্পর্কে কুসংস্কার ও নেতিবাচক ধারণা পরিহার করে এ বিষয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে সচেতনতা তৈরী ও তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা সম্ভব হয়েছে।

 



 

 বিশেষ শিক্ষা কারিকুলাম প্রণয়ন: 

     এনডিডি শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে এনডিডি সুরক্ষা ট্রাস্টের তত্ত্বাবধানে বিশেষ কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে এর গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।

 



 

 আইন ও বিধিসমূহের সংকলন প্রকাশ ও বিতরণ:

     প্রতিবন্ধিতা নিয়ে সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের কর্মস্পৃহা ও কর্মোদ্দিপনা বৃদ্ধি, প্রতিবন্ধিতা সংক্রান্ত বিধি বিধান সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যমান আইন, বিধি ও অন্যান্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় সরকারি আদেশ-নির্দেশনাসমূহের একটি সংকলন প্রকাশ করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রকাশিত এ সংকলনটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/ প্রতিমন্ত্রী/ সচিবসহ অন্যান্য মন্ত্রণালয়/ দপ্তর ও সংস্থায় প্রেরণ করা হয়েছে।

 



 

অভিভাবক নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন:

     ট্রাস্ট আইন অনুযায়ী এনডিডি শিশু/ ব্যক্তিদের অভিভাবক নিবন্ধনের সুযোগ থাকায় অভিভাবক নিবন্ধন প্রক্রিয়াটিকে সহজীকরণের লক্ষ্যে অভিভাবক নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন করে জেলা কমিটির নিকটে প্রেরণ করা হয়েছে।

 



 

 সংগঠন নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন:

     ট্রাস্ট আইন অনুযায়ী সংগঠন নিবন্ধনের সুযোগ থাকায় এ প্রক্রিয়াটিকে সহজীকরণের লক্ষ্যে সংগঠন নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন করে জেলা কমিটির নিকটে প্রেরণ করা হয়েছে।

 



 

 অটিজম শনাক্তকরণ ও মাত্রা নিরূপণের জন্য Tools & APPS প্রণয়ন:

     অটিজমের মাত্রা নিরূপণ ও শনাক্তকরণের লক্ষ্যে এনডিডি সুরক্ষা ট্রাস্ট কর্তৃক বাংলা অটিজম এ্যাসেসমেন্ট টুলস এন্ড অ্যাপস প্রণয়ন ও Validation করা হয়েছে। এছাড়া ১৮-৩৬ মাস বয়সের শিশুদের  অটিজম শনাক্তকরণের জন্য 'অটিজম বার্তা' নামক একটি মোবাইল এ্যাপ তৈরী করা হয়েছে। তাছাড়া, ‘বলতে চাই’ নামক একটি এ্যাপ মোবাইল/ ট্যাব এর মাধ্যমে ব্যবহার উপযোগী করে ভাষা যোগাযোগ প্রযুক্তি (For non-verbal persons with disabilities) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে UIU এর AIMS Lab এর সহায়তায় উক্ত App এর প্রয়োগ পাইলটভিত্তিক সম্পন্ন হয়েছে বিধায় তা সংশ্লিষ্ট সকলের জন্য অচিরেই উন্মুক্ত করার প্রয়জনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সকল অ্যাপস প্রণয়নের/ ব্যবহারের ফলে খুব সহজে অটিজমের সনাক্তকরণ ও মাত্রা নিরূপণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাবে।

 



 

 চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন:

     এনডিডি শিশু ও ব্যক্তিদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এবং ১৫ আগস্ট তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা পুরস্কার এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার ও আর্থিক প্রনোদনা প্রদান করা হয়। ফলে এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে।

 



 

বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও অন্যান্য দিবস উদযাপন:

     প্রতিবছর ২ এপ্রিল তারিখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস সারাদেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়ে থাকে। দিবসের মূল অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন। অটিজম বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও অবদান রাখতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ বিষয়ে সংশ্লিষ্টদের উৎসাহ ও প্রণোদনা প্রদানের জন্য অটিজম পদক প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট, পোস্টার, ব্রুশিউর  ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এছাড়াও 'বিশ্ব ডাউন সিনড্রোম দিবস' ও 'সেরিব্রাল পালসি দিবস' যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon