এনডিডি সুরক্ষা ট্রাস্টের অন্যান্য গৃহীত ও চলমান কার্যক্রম সমূহ:
১। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর কারিগরী সহায়তায় অটিজম ও এনডিডি শিশুদের পিতা-মাতা ও অভিভাবকগণের জন্য কেয়ারগিভার স্কিল ট্রেনিং (CST) প্রোগ্রাম এর মডিউল তৈরি করা হয়েছে। শীঘ্রই প্রশিক্ষণ শুরু হবে। |
২। অটিজম শনাক্তকরণ ও মাত্রা নিরুপণের জন্য বাংলায় একটি Tools and Apps প্রণয়নপূর্বক ফিল্ড ট্রায়াল সম্পন্ন করা হয়েছে। |
৩। এনডিডি শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা পাঠ্যক্রম প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। |
৪। ওয়ানস্টপ স্বাস্থ্যসেবা কমিটির সদস্যদের অবহিতকরণ প্রশিক্ষণ চলমান আছে। |
৫। এনডিডি ব্যক্তিদের আশ্রয় কেন্দ্রে কেয়ারগিভার নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে |
৬। এনডিডি সুরক্ষা ট্রাস্ট আইনের অসঙ্গতিসমূহ দূর করা এবং রাস্ট্রের অন্যান্য আইনগুলোকে প্রতিবন্ধী বান্ধব করার জন্য কার্যক্রম চলমান রয়েছে। |
৭। বিভিন্ন ক্যাটাগরির লিডারদের জন্য Behavior Change Communication (BCC) Materials তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে প্রচারণা কার্যক্রম চলছে। |
৮। এনডিডি ব্যক্তিদের বীমার আওতায় নিয়ে আসার জন্য বীমা পরিকল্পনা তৈরি করা হয়েছে যা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। |
৯। ২০২০-২১ অর্থবছরের ১০,০০০ (দশ হাজার) টাকা করে ২৫০০ জনকে এককালীন চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। |
১০। অটিজম শনাক্তকরণের জন্য ‘অটিজম বার্তা’ এবং অমৌখিক যোগাযোগের জন্য ‘বলতে চাই’ অ্যাপ তৈরি চূড়ান্ত পর্যায়ে, যা অচিরেই চালু করা হবে। |
১১। এনডিডি শিশুদের শিক্ষা কার্যক্রম যুগোপযোগী করতে দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে বিশেষ শিক্ষা স্কুলের শিক্ষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। |
১২। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিগনের গৃহভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিতে পিতামাতা, অভিভাবক, কেয়ারগিভারদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। |
১৩। অভিভাবক নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে এবং সংগঠন নিবন্ধনের কাজ চলছে। |
১৪। এনডিডি ব্যক্তিদের আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে এবং সে মোতাবেক কার্যক্রম চলমান রয়েছে। |
১৫। এনডিডি বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন কোর্সে নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে যা বাস্তবায়নাধীন |
১৬। অভিভাবক প্রশিক্ষণ নির্দেশিকা প্রণয়নপূর্বক প্রশিক্ষণ কাজ চলছে। |
১৭। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ২৫০০ জন দরিদ্র অসহায় এনডিডি শিশু ও ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ২ কোটি ৫০ লক্ষ টাকা এককালীন অনুদান প্রদানের কার্যক্রম চলমান। |
কোভিড-১৯ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ ও এর বাস্তবায়নঃ
(ক) ওয়ার্কশপ আয়োজনঃ
কোভিড ১৯ সংক্রমণের সময়ে এনডিডি বৈশিষ্টসম্পন্ন শিশু/ব্যক্তিদের করণীয় বিষয়ে এনডিডি সুরক্ষা ট্রাস্ট কর্তৃক স্টেক হোল্ডারদের অংশগ্রহণে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ২টি ওয়ার্কশপ আয়োজন করা হয়।
(খ) সহায়তা প্রদানঃ
অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি’র চেয়ারপারসন মিজ সায়মা ওয়াজেদ হোসেন ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন প্রফেসর ডাঃ মোঃ গোলাম রব্বানী মহোদয়ের প্রচেষ্টায় ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে কোভিড-১৯ সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্থ বিশেষ স্কুলের শিক্ষক কর্মচারীগণকে সহায়তা প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়। সে প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৩৯,৩১,০০০/- (ঊনচল্লিশ লক্ষ একত্রিশ হাজার) টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও কোভিড-১৯ সংক্রমণকালে বে-সরকারি উৎস হতে অস্বচ্ছল এনডিডি ব্যক্তিদের ৪০৯২টি পরিবারের মাঝে ১১,১১৭ টি প্যাকেট খাদ্য সহায়তা ও ২০২০ সনে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৬৭৩টি অস্বচ্ছল এনডিডি পরিবারকে শাড়ি, লুঙ্গি ও নগদ এক হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।