Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২১

অটিজমের লক্ষণসমূহ

তিনবছরের ছোট্ট ছেলে ‘অ’। তিনবছর বয়স হলেও সে ঠিকমত কথা বলতে শিখেনি। দুটি শব্দ ব্যবহার করে সে নিজ থেকে কোন অর্থপূর্ণ বাক্য বলতে পারেনা। তবে মাঝে মাঝে অন্যের বলা কথা বারবার বলতে থাকে। নাম ধরে ডাকলে সাড়া দেয়না, সমবয়সীদের সাথে মেশে না। বাবা-মায়ের চোখে চোখ রেখে তাকায় না। প্রতিদিন নিজস্ব রুটিন মেনে চলতে ভালোবাসে। রুটিনের ব্যতিক্রম হলে সে মন খারাপ করে বা রেগে যায়। মাঝে মাঝে সে কোন কারণ ছাড়াই উত্তেজিত হয়ে উঠে।

 

‘অ’ এমন একটি শিশু যার অটিজম রয়েছে।

অটিজম কী?

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার শিশুদের স্নায়ুবিকাশজনিত সমস্যা যেখানে

-শিশুর সামাজিক সম্পর্ক স্থাপনে অসুবিধা,

-আশেপাশের পরিবেশ ও ব্যক্তির সাথে মৌলিক ও ইশারা ইংগিতের মাধ্যমে যোগাযোগের সমস্যা

-এবং আচরণের পরিবর্তন দেখা যায়।

 

(ক) ধর্ম-বর্ণ-আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে যেকোন শিশুর মধ্যে অটিজমের লক্ষণ দেখা দিতে পারে।

(খ) মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের আক্রান্ত হবার সম্ভাবনা প্রায় চার গুণ বেশি।

(গ) সাধারণত শিশুর বয়স ৩ বছর হবার আগেই (অধিকাংশ ক্ষেত্রে ১৮ মাস থেকে ৩৮ মাস বয়সের মধ্যেই) অটিজমের লক্ষণগুলো প্রকাশ পায়।



 

অটিজমের প্রাথমিক লক্ষণ:

১। ১২ মাস বয়সের মধ্যে আধো আধো বোল না বলা, পছনের বস্তুর দিকে ইশারা না করা

২। ১৬ মাসের মধ্যে কোন একটি শব্দ বলতে না পারা

৩। ২৪ মাস বয়সের মধ্যে দুই বা ততোধিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে না পারা

৪। ভাষার ব্যবহার রপ্ত করতে পারার পর আবার ভুলে যাওয়া

৫। বয়স উপযোগী সামাজিক আচরণ করতে না পারা

 



 

 

অটিজমের সাধারণ লক্ষণসমূহ:

১। শিশুর ভাষা শিখতে সমস্যা

২। একবছর বয়সের মধ্যে ‘দা…দা’, ‘বা…বা’, ‘বু…বু’ উচ্চারণ করতে না পারা।

৩। দুই বছর বয়সের মধ্যে অর্থপূর্ণ দুটি শব্দ দিয়ে কথা বলতে না পারা।

৪। শিশু যদি চোখে চোখ না রাখে

৫। নাম ধরে ডাকলে সাড়া না দেয়া

৬। অন্যের সাথে মিশতে সমস্যা হয় এবং আদর নিতে বা দিতে সমস্যা হয়

৭। হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠা

৮। পছন্দের বা আনন্দের বস্তু/ বিষয় সে অন্যদের সাথে ভাগাভাগি করতে না পারা

৯। অন্যের বলা কথা বার বার বলা

১০। বার বার একই আচরণ করা

১১। শব্দ, আলো, স্পর্শ ইত্যাদি বিষয়ে কম বা বেশি প্রতিক্রিয়া দেখানো

১২। একটি নিজস্ব রুটিন মেনে চলতে পছন্দ করা, আশেপাশের কোন পরিবর্তন সহ্য করতে না পারা।

১৩। নিজেকে আঘাত করার প্রবণতা

১৪। পরিস্থিতির গুরুত্ব বুঝতে না পারা

 

 



 

রেড ফ্ল্যাগ: অটিজমের গুরুত্বপূর্ণ লক্ষণ: 

১। স্বাভাবিক আচরণ করতে না পারা

২। চোখে চোখ রেখে না তাকানো

৩। আনন্দের বিষয়ে আনন্দ না পাওয়া

৪। পছন্দের বিষয় কারো সাথে ভাগ করে না দেওয়া

৫। নাম ধরে ডাকলে সাড়া না দেয়া

৬। পরিবেশ অনুযায়ী মুখ ভঙ্গি পরিবর্তন না করা

৭। একই কাজ বারবার করা (হাত নাড়ানো, তালি দেয়া)

 



 

অটিজমের সাথে অন্যান্য যেসব সমস্যা থাকতে পারে:

১। খিঁচুনি (মৃগী)

২। অতিচঞ্চলতা (হাইপার এক্টিভিটি)

৩। স্বল্পবুদ্ধিসম্পন্ন

৪। হাতের কাজ করতে জটিলতা 

৫। হজমের সমস্যা

৬। দাঁতের সমস্যা