অটিজম:
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ০৩ মোতাবেক মোট ১২ ধরণের প্রতিবন্ধিতা রয়েছে। এই ১২ ধরণের প্রতিবন্ধীতার মধ্যে একটি হচ্ছে অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস। অটিজম স্নায়ু বিকাশজনিত বৈচিত্র্য। এ ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনের কোন সমস্যা বা ত্রুটি থাকে না এবং তাদের চেহারা বা অবয়ব অন্যান্য সুস্থ ও স্বাভাবিক মানুষের মত হয়ে থাকে। গবেষণায় জানা গিয়েছে অটিজম সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে চারগুণ বেশি দেখা যায়।
অটিজমের কারণ:
অটিজম একটি স্নায়ু বিকাশজনিত বৈচিত্র্য। অটিজম শনাক্তকরণের প্রারম্ভিক সম্ভাব্য লক্ষণসমূহ:
১। শিশু জন্মের ৬ মাসের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে না হাসা। |
২। ৯ মাসের মধ্যে তার যত্নকারীদের কথা, শব্দ, হাসি এবং মুখের ভাবভঙ্গির সাথে প্রতিক্রিয়ামূলক আচরণ না করা। |
৩। ১ বছরের মধ্যে মুখে কোন শব্দ না করা, আঙ্গুল দিয়ে কোন কিছু না দেখানো |
৪। ১৬ মাসের মধ্যে ১টি শব্দও না করা। |
৫। ২ বছরের মধ্যে ২টি শব্দের সংমিশ্রণে বাক্য না বলা। |
৬। শিশুটির অর্জিত যোগাযোগ দক্ষতা বা সামাজিক দক্ষতা যদি হঠাৎ করে হারিয়ে যায়। |
উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে দ্রুত নিকটস্থ অটিজম বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। মনোরোগ বিশেষজ্ঞ/ শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ/ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা শিশুকে পরীক্ষা-নিরীক্ষা করে তার অটিজম নির্ণয় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন। মনে রাখা প্রয়োজন যত দ্রুত অটিজম শনাক্ত করা যাবে ততই মঙ্গল।
অটিজম শনাক্তকরণে লক্ষণীয় বৈশিষ্ট্যসমূহ:
ট্রাস্ট আইনের ধারা ৪ অনুযায়ী-
যাদের মধ্যে নিম্নবর্ণিত দফাসমূহে উল্লিখিত লক্ষণসমূহের মধ্যে দফা (ক), (খ) ও (গ) এর উপস্থিতি নিশ্চিতভাবে এবং অন্যান্য দফাসমূহে উল্লিখিত লক্ষণসমূহের মধ্যে এক বা একাধিক লক্ষণ পরিলক্ষিত হবে, তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন, যথা:
(ক) মৌখিক বা অমৌখিক যোগাযোগে সীমাবদ্ধতা |
(খ) সামাজিক ও পারস্পরিক আচার-আচরণ, ভাববিনিময় কল্পনাযুক্ত কাজ-কর্মের সীমাবদ্ধতা |
(গ) একই ধরণের বা সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণের পুনরাবৃত্তি |
(ঘ) শ্রবণ, দর্শন, গন্ধ, স্বাদ, স্পর্শ, ব্যাথা, ভারসাম্য ও চলনে অন্যদের তুলনায় বেশি বা কম সংবেদনশীলতা |
(ঙ) বুদ্ধি প্রতিবন্ধিতা বা অন্য কোন প্রতিবন্ধিতা বা খিচুনী |
(চ) এক বা একাধিক নির্দিষ্ট বিষয়ে অসাধারণ দক্ষতা এবং একই ব্যক্তির মধ্যে বিকাশের অসমতা |
(ছ) অন্যের সহিত সরাসরি চোখে চোখ (eye contact) না রাখা বা কম রাখা |
(জ) অতিরিক্ত চঞ্চলতা, উত্তেজনা বা অসঙ্গতিপূর্ণ হাসি-কান্না |
(ঝ) অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি |
(ঞ) একই রুটিনে চলার প্রচন্ড প্রবণতা |
(ট) সরকার কর্তৃক সময় সময় গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য কোন বৈশিষ্ট্য। |