Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd August ২০২১

অটিজম

 

 অটিজম:

       প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা ০৩ মোতাবেক মোট ১২ ধরণের প্রতিবন্ধিতা রয়েছে। এই ১২ ধরণের  প্রতিবন্ধীতার মধ্যে একটি হচ্ছে অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস। অটিজম স্নায়ু বিকাশজনিত বৈচিত্র্য। এ ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনের কোন সমস্যা বা ত্রুটি থাকে না এবং তাদের চেহারা বা অবয়ব অন্যান্য সুস্থ ও স্বাভাবিক মানুষের মত হয়ে থাকে। গবেষণায় জানা গিয়েছে অটিজম সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে চারগুণ বেশি দেখা যায়।

 

 অটিজমের কারণ:

 অটিজম একটি স্নায়ু বিকাশজনিত বৈচিত্র্য। অটিজম শনাক্তকরণের প্রারম্ভিক সম্ভাব্য লক্ষণসমূহ:

১। শিশু জন্মের ৬ মাসের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে না হাসা।            

২। ৯ মাসের মধ্যে তার যত্নকারীদের কথা, শব্দ, হাসি এবং মুখের ভাবভঙ্গির সাথে প্রতিক্রিয়ামূলক আচরণ না করা।
৩। ১ বছরের মধ্যে মুখে কোন শব্দ না করা, আঙ্গুল দিয়ে কোন কিছু না দেখানো
৪। ১৬ মাসের মধ্যে ১টি শব্দও না করা।
৫। ২ বছরের মধ্যে ২টি শব্দের সংমিশ্রণে বাক্য না বলা।
৬। শিশুটির অর্জিত যোগাযোগ দক্ষতা বা সামাজিক দক্ষতা যদি হঠাৎ করে হারিয়ে যায়।  

 

উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে দ্রুত নিকটস্থ অটিজম বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। মনোরোগ বিশেষজ্ঞ/ শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ/ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা শিশুকে পরীক্ষা-নিরীক্ষা করে তার অটিজম নির্ণয় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা     দিতে পারেন। মনে রাখা প্রয়োজন যত দ্রুত অটিজম শনাক্ত করা যাবে ততই মঙ্গল। 

 

 

 অটিজম শনাক্তকরণে লক্ষণীয় বৈশিষ্ট্যসমূহ:

ট্রাস্ট আইনের ধারা ৪ অনুযায়ী-

যাদের মধ্যে নিম্নবর্ণিত দফাসমূহে উল্লিখিত লক্ষণসমূহের মধ্যে দফা (ক), (খ) ও (গ) এর উপস্থিতি নিশ্চিতভাবে এবং অন্যান্য দফাসমূহে উল্লিখিত লক্ষণসমূহের মধ্যে এক বা একাধিক লক্ষণ পরিলক্ষিত হবে, তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন, যথা:

(ক) মৌখিক বা অমৌখিক যোগাযোগে সীমাবদ্ধতা

(খ) সামাজিক ও পারস্পরিক আচার-আচরণ, ভাববিনিময় কল্পনাযুক্ত কাজ-কর্মের সীমাবদ্ধতা

(গ) একই ধরণের বা সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণের পুনরাবৃত্তি

(ঘ) শ্রবণ, দর্শন, গন্ধ, স্বাদ, স্পর্শ, ব্যাথা, ভারসাম্য ও চলনে অন্যদের তুলনায় বেশি বা কম সংবেদনশীলতা

(ঙ) বুদ্ধি প্রতিবন্ধিতা বা অন্য কোন প্রতিবন্ধিতা বা খিচুনী

(চ) এক বা একাধিক নির্দিষ্ট বিষয়ে অসাধারণ দক্ষতা এবং একই ব্যক্তির মধ্যে বিকাশের অসমতা

(ছ) অন্যের সহিত সরাসরি চোখে চোখ (eye contact) না রাখা বা কম রাখা

(জ) অতিরিক্ত চঞ্চলতা, উত্তেজনা বা অসঙ্গতিপূর্ণ হাসি-কান্না

(ঝ) অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি

(ঞ) একই রুটিনে চলার প্রচন্ড প্রবণতা

(ট) সরকার কর্তৃক সময় সময় গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য কোন বৈশিষ্ট্য।