Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২১

ইমপোরিয়া

 

    বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পটি বিগত জুলাই’২০১৭ থেকে জুন’২০২২ মেয়াদে বাস্তবায়নাধীন রয়েছে। আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, গত ২৮ মার্চ ২০২১ তারিখে উপরে বর্ণিত প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নয়নকৃত সফটওয়্যার ‘ইমপোরিয়া’ এর শুভ উদ্বোধন করেন। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নয়নকৃত অভিগম্য (Accessible) সফটওয়্যার যা আন্তর্জাতিক ওয়েব কনটেন্ট এক্সেসিবিলিটি গাইডলাইনস অনুসরণপূর্বক উন্নয়ন করা হয়েছে। সফটওয়্যারটিতে রয়েছে ই-লার্নিং প্ল্যাটফর্ম, জব পোর্টাল এবং মোবাইল অ্যাপস।

 

    ই-লার্নিং প্ল্যাটফর্ম এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা সহজেই নিজেদের দক্ষতা বাড়াতে পারছে এবং সকল দক্ষতা যাচাইকরণের ব্যবস্থাও এতে সন্নিবেশিত রয়েছে। ‘জব পোর্টাল’ যা নিয়োগদাতার এবং চাকুরীপ্রার্থীদের মাঝে একটি যোগসূত্র হিসেবে কাজ করছে। সকল প্রতিবন্ধী ব্যক্তিরা সহজেই ঘরে বসে এটি ব্যবহারের মাধ্যমে চাকুরির জন্য সিভি জমা দেয়া, চাকুরী খোঁজা এবং আবেদন করতে পারছে। এছাড়াও ‘জব পোর্টাল’-টিতে জুম প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন থাকার ফলে, চাকুরীদাতা প্রতিষ্ঠান পোর্টালে চাকুরীর বিজ্ঞাপন প্রদানসহ নিয়োগের প্রয়োজনীয় ধাপ সমূহ অনুসরণ করে ভিডিও প্ল্যাটফর্মে সরাসরি ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারছে। সফটওয়্যারটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে উন্নয়নকৃত সফটওয়্যার ‘ইমপোরিয়া’ এর মোবাইল অ্যাপসও (অ্যান্ড্রোয়েড ও আইওএস ভার্শন) উন্নয়ন করা হয়েছে।

 

    অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, সফটওয়্যারটি উদ্বোধনের মাত্র ০৪ (চার) মাসের মধ্যে (আগস্ট ২০২১ পর্যন্ত) এক হাজার তিনশত (১৩০০) এর অধিক প্রতিবন্ধী শিক্ষার্থী এতে নিবন্ধন করেছেন এবং পঞ্চাশের (৫০) অধিক নিয়োগদাতা প্রতিষ্ঠান সফটওয়্যারটিতে সংযুক্ত হয়েছেন।

 



বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: https://emporia.bcc.gov.bd/