Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২২

'বলতে চাই' অ্যাপ

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অমৌখিক (non-verbal) যোগাযোগের জন্য একটি ডিজিটাল সমাধান

 

গুগল প্লে-স্টোর লিংক: 

https://play.google.com/store/apps/details?id=com.aims.boltechai

 

      আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। শিশুদের ক্ষেত্রে সঠিকভাবে যোগাযোগ তাদের মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত বাক্-প্রতিবন্ধী শিশুদের জন্য সঠিক ভাবে যোগাযোগ করতে পারাটা  একটি চ্যালেঞ্জ। সঠিকভাবে যোগাযোগ করতে না পারার ফলে তারা বিভিন্ন শারীরিক ও মানুষিক অসুস্থতায় ভোগে। বর্তমান বাংলাদেশের প্রায় সাড়ে চার  লাখ শিশু এধরনের প্রতিবন্ধকতায় আক্রান্ত। পৃথিবীর উন্নত রাষ্ট্রসমূহে বিভিন্ন আধুনিক এবং ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে শিশুদের যোগাযোগের জন্য বিভিন্ন উপায় বিদ্যমান থাকলেও তা বাংলাদেশের জনগণের জন্য অনুপযুক্ত এবং ব্যয়বহুল। তাই আমরা “বলতে চাই” নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশান তৈরি করি যা একই সাথে যেমন বাংলাদেশের জনগণের জন্য কার্যকর এবং উপযুক্ত, সাথে সাথে এতে রয়েছে উন্নত ডিজিটাল প্রযুক্তি যা শিশুর বিকাশ পরিলক্ষণ এবং সামগ্রিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপটির পরবর্তী সংস্করণে অন্যান্য সুবিধা গুলোর সাথে আরও থাকছে ক্লাউড সার্ভিস, যা ডিভাইস হারিয়ে যাওয়া ও অ্যাপ আন-ইন্সটল হওয়ার পরেও ব্যবহারকারীর সকল তথ্য সংরক্ষণ করতে পারবে, একটি সংযুক্ত প্লাটফর্ম যা শিশুর বাবা-মা, শিক্ষক, থ্যরাপিস্টস সহ সকলের নিয়মিত তত্ত্বাবধান নিশ্চিত করবে এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অগ্রগতি নির্ণায়ক ব্যবস্থা যা শিশুর অগ্রগতি পর্যবেক্ষণে সহায়তা করবে।


 

চিত্রঃ “বলতে চাই” সিস্টেমটির কার্যপ্রণালী ও ফিচারসমূহ।

 

“বলতে চাই” মোবাইল অ্যাপটির সফল বণ্টন অটিজম এবং নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত বাক্-প্রতিবন্ধী শিশুদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি নিশ্চিতকরণে অসামান্য ভূমিকা পালন করবে।

 

এছাড়া 'বলতে চাই' অ্যাপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের লিংকগুলো দেখুন:

১। https://ieeexplore.ieee.org/document/7835391

২। https://aimsl.uiu.ac.bd/project/bolte-chai/tutorial.html

৩। https://aimsl.uiu.ac.bd/project/bolte-chai/

৪। https://aimsl.uiu.ac.bd/project/bolte-chai/research.html