Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০২২

৯ম জাতীয় ও ১৭ তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা


প্রকাশন তারিখ : 2022-03-15

সুধী,
আগামী ০৭ চৈত্র ১৪২৮/ ২১ মার্চ ২০২২ ৯ম জাতীয় ও ১৭ তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন উপলক্ষে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্তৃক এনডিডি শিশু/ব্যক্তিদের অংশগ্রহণে ভার্চুয়াল জুম প্লাটফর্মে সকাল ১১.৩০ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: আশরাফ আলী খান খসরু এম.পি; সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব রাশেদ খান মেনন এম.পি বিশেষ অতিথি হিসেবে এবং  সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর ডাঃ মোঃ গোলাম রব্বানী, চেয়ারপারসন, এনডিডি সুরক্ষা ট্রাস্টি বোর্ড সংযুক্ত থাকবেন। 
 
সভায় সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহফুজা আখতার।

অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আপনার সানুগ্রহ উপস্থিতি কামনা করছি।
 

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87572832262?pwd=QmlBbFpwcm9Tck1FMzVNVlBwdmhnZz09

Meeting ID: 875 7283 2262
Passcode: NDDPT
 
 
[Please ignore the email, if you are already informed.]
 
Warm Regards
Website: