Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ডিসেম্বর ২০২১

সুরক্ষা সিস্টেমে প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন করা প্রসঙ্গে


প্রকাশন তারিখ : 2021-12-15

১। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচির আওতায় পরিচালিত জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখের অধিক। প্রতিবন্ধী ব্যক্তিগণদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের আওতায় আনার নিমিত্ত ইতোমধ্যে সমাজসেবা অধিদফতর থেকে পাঠানো প্রতিবন্ধী তালিকা সুরক্ষা সিস্টেমে হোয়াইটলিস্টিং করা হয়েছে। 

 

২। যেসকল প্রতিবন্ধী নাগরিকের NID রয়েছে, তারা www.surokkha.gov.bd/enroll (নিবন্ধন অপশন) এড্রেসে প্রবেশ করে শ্রেণী (ধরণ) 'প্রতিবন্ধী ব্যক্তি' নির্বাচন করে NID, জন্মতারিখ এবং মোবাইল নম্বর এর তথ্য দিয়ে সুরক্ষা সিস্টেমে নিবন্ধন করবেন।

 

৩। যেসকল প্রতিবন্ধী নাগরিকের NID নেই কিন্তু জন্মসনদ রয়েছে, তারা www.surokkha.gov.bd/birth-reg-enroll (নিবন্ধন, জন্মসনদ) অপশন এড্রেসে প্রবেশ করে জন্ম নিবন্ধন নম্বর, জন্মতারিখ এবং মোবাইল নম্বর এর তথ্য দিয়ে সুরক্ষা সিস্টেমে নিবন্ধন করবেন। 

 

৪। রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রতিবন্ধী ব্যক্তিগণ টিকা কার্ড প্রিন্ট করে স্ব-স্ব কেন্দ্র থেকে টিকাদানের জন্য মেসেজ আসার জন্য অপেক্ষা করবেন।